রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলন, পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কবর জিয়ারত, সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচি। পরে প্রশাসনিক ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
এছাড়া সকাল ১০টায় কেন্দ্রীয় শরীরচর্চা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রীতি ভলিবল ও ক্রিকেট ম্যাচ। বেলা ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে রুয়েটের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসএস/আইএ