ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবির চার হলে নতুন প্রভোস্ট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
শাবির চার হলে নতুন প্রভোস্ট

শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চারটি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহসিন আজিজ খানকে শাহপরাণ হল, বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্রাচার্যকে সৈয়দ মুজতবা আলী হল, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিনকে প্রথম ছাত্রী হল এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাহিদ সুলতানাকে বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়টি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ‍ভূইয়াও বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।