বাকৃবি (ময়মনসিংহ): চাকরির বয়সসীমা বৃদ্ধি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্মকর্তা পরিষদ।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
৫ দফা দাবি হলো- অফিসারদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৬৫ বছর করা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো বাস্তবায়ন করা, সহকারী রেজিস্ট্রার/সমমান ও ডেপুটি রেজিস্ট্রার/সমমান পদের বেতন স্কেল বৈষম্য দূর করা, সিন্ডিকেট-সিনেটে কর্মকর্তাদের অন্তর্ভুক্তি ও অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান পদ সৃষ্টি করা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম মাহবুবুর রশীদ গোলাপের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- শামসুল আলম, জিল্লুর রহমান, আতিকুজ্জামান রয়েল প্রমুখ।
বক্তারা অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
এমজেড