ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের মানববন্ধন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।



এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজজুল কাদের চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার/ সমমানের পদ এবং সহকারী রেজিস্ট্রার/সমমানের পদের বেতন স্কেল ডাউনগ্রেড অবস্থায় আছে।

ফলে এ দু’টি পদে কর্মরত অফিসাররা আর্থিক ও মর্যাদাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।