(শাবিপ্রবি): শিক্ষকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কার্যক্রম। শিক্ষকদের কর্মবিরতির কারণে মঙ্গলবার শাবিতে কোন ক্লাস পরীক্ষা হয়নি।
প্রস্তাবিত ৮ম বেতন কাঠামো বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে ক্লাস পরীক্ষা না হওয়ার ফলে মঙ্গলবার ক্যাম্পাস অনেকটাই ফাঁকা হয়ে পড়ে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
এর আগে বিভিন্ন সময় প্রস্তাবিত বেতন কাঠামো বাতিল ও সংশোধনের দাবিতে কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন জানান, প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মবিরতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮,২০১৫
আরআই