বরিশাল: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন ও স্বতন্ত্র বেতন কাঠামোসহ তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
এসময় তারা অষ্টম জাতীয় বেতন কাঠামো প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদমর্যাদার ক্রম প্রণয়নে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-১৯৮৬) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মূখ্য সচিব পদমর্যাদা প্রদান, ক্রম অনুযায়ী সহযোগী সহকারী ও প্রভাষকদের বেতন ও পদমর্যাদার ক্রম তৈরি করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআই ।