ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
কুবি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কুবি শিক্ষক সমিতি।

আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।



মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার দাবিতে শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।

একসঙ্গে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলিত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুবি শিক্ষক সমিতির নেতারা আগামী ১৩ তারিখ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবে এবং ফেডারেশনের কর্মসূচির আলোকে কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।