ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ৯ ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ১১

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জাবির ৯ ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ১১ ছবি: প্রতীকী

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশাররফ হোসেন হলের নয় ছাত্রলীগ কর্মীসহ ১১ জনকে জমি দখলের অভিযোগে গ্রেফতার করেছে রাজধানীর আদাবর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে আদাবর থানার ডিউটি অফিসার মানিক ও মামলার তদন্ত কর্মকর্তা মারুফ হাসান রাসেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



গ্রেফতারকৃতরা হলেন-বনি আলম, আব্দুর রহিম, অনিক, মিনহাজুল আরেফিন, মো. সুমন, অলিক, জুবায়ের রহমান, মো. রবিউল ইসলাম, ও সৈয়দ লায়েব। বহিরাগত অন্য দুই জন হলেন-নাজনীন (৩৬) ও সোহেল (৪১)।

গত ১৪ সেপ্টেম্বর তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আদাবর থানায় মামলার নম্বর-১৯। এ মামলার বাদী তরিফুল নামে এক ব্যক্তি।

গ্রেফতারকৃত এই নয় ছাত্রলীগ কর্মী জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ রাসেলের অনুসারী।

মামলার এজহার সূত্রে জানা যায়, রাজধানীর আদাবরের আমান হাউজিং এলাকার ১০ নম্বর রোডের ৭১২/২২/১২ নং জমি দখল করতে গেলে এসব ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫ (আপডেট: ১৮০৫ ঘণ্টা)
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।