ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে ৪ শিক্ষককে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ময়মনসিংহে ৪ শিক্ষককে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিশ্ব শিক্ষক দিবসে ময়মনসিংহে চারজন শিক্ষককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখা।  

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চার শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

তারা হলেন- অধ্যাপক আমির আহমেদ, চৌধুরী রতন, মোকাররম হোসেন ও আব্দুস সালাম।

এছাড়া যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম শামসুল ইসলামকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

বাংলাদশে কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত উল আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল হায়দার, মিন্টু কলেজের অধ্যক্ষ নিহার রঞ্জন রায়, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।