জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
‘বি’ ইউনিটে ৭শ ২০টি (মানবিক-৪৮৭টি, বিজ্ঞান- ১৫০, বাণিজ্য ও অন্যান্য- ৮৩) আসনের বিপরীতে ৪ হাজার ৫শ ৭৭ জন (মানবিক-৩ হাজার ১শ ৭০ জন, বিজ্ঞান ৯শ ২৬ জন ও অন্যান্য শাখা ৪শ ৮১ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করেছেন।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভর্তির জন্য আবেদন করা ৪০ হাজার ৬শ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ হাজার ৮শ ১১ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট-(www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএ