ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহিত উল আলম।



এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ.এম.এম. শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্ব প্রাপ্ত) মো. ফজলুল কাদের চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মিনান নূর প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের এ আবদ্ধ জলাশয়ে ১৩ থেকে ১৫ সেন্টিমিটার কার্প জাতীয় ২৪৬ কেজি পোনা অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।