ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুনের অভিযোগে গবি শিক্ষার্থী বিক্রম বহিষ্কার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
খুনের অভিযোগে গবি শিক্ষার্থী বিক্রম বহিষ্কার

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): স্কুলছাত্রীকে খুন করার অভিযোগে বহিষ্কার হয়েছেন সাভার গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বিবিএ প্রথমবর্ষের ছাত্র বিক্রম মনি দাসক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে খুনের ঘটনার  পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তে নেয়।



বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ের ফটকে কবিতা রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গণবিশ্ববিদ্যালয় বিবিএ প্রথম বর্ষের ছাত্র বিক্রম মনি দাস এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ বিক্রমকে এ খুনের অভিযোগে ঘটনার পরে আটক করে। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।