নোবিপ্রবি (নোয়াখালী): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার পূর্ব ঘোষিত তারিখ বাতিল করে ১৮-১৯ ডিসেম্বর করা হয়েছে।
এছাড়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদনের নতুন সময়সূচী ২৮ নভেম্বর ২০১৫ (রাত ১২:০০টা) নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী নোবিপ্রবি'র ভর্তি পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং আবেদনের সর্বশেষ সময় ছিল ৩০ অক্টোবর।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী:
‘সি’ গ্রুপ : ১৮ ডিসেম্বর ২০১৫, সকাল ১০.৩০টা থেকে দুপুর ১১.৩০টা পর্যন্ত।
‘ডি’ গ্রুপ : ১৮ ডিসেম্বর ২০১৫, বিকেল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত।
‘এ’ গ্রুপ : ১৯ ডিসেম্বর ২০১৫, সকাল ১০.৩০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত।
‘বি’ গ্রুপ : ১৯ ডিসেম্বর ২০১৫, বিকেল ৩.০০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত।
বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ( www.nstu.edu.bd) এবং মোবাইল ০১৭৮৮৩০৫৮১১ ও ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ