ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. শাওন হোসেনের মা গত এক বছরের বেশি সময় যাবৎ গল ব্লাডার কান্সারে আক্রান্ত।
তার চিকিৎসা খরচ চালাতে পরিবারটি বর্তমানে নিঃস্ব প্রায়।
যে কারণে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তা চেয়েছে শাওনের পরিবার।
পারিবারের সদস্যরা জানান, এ পর্যন্ত রোগীকে মোট ২০টি কেমো দেওয়া হয়েছে। তাকে রাজধানীর বারডেম হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল এবং ডেল্টা হাসপাতালে চিকিৎসা করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে মাদ্রাজের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার লিভার এবং জরায়ু অপারেশেন করা হয়। অবস্থার উন্নতি হলে তাকে দেশে ফিরিয়ে আনার পর তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিপুল এ ব্যয় বহন করে তার চিকিৎসা চালিয়ে নেওয়া পরিবারের পক্ষে আর সম্ভব না।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: ০১৭৮৬৪৩৩৮১৩ (শাওন), ০১৬৮২৪৯১৮৭২ (মিজান), ০১৭৩৭৩৯৩৪০৫ (তাইয়েবুল)
সাহায্য পাঠাবেন যেভাবে:
সোনালী ব্যাংক (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা) অ্যাকাউন্ট নম্বর (৪৪০৫৭০১০২৩৩২৫) মো. শাওন হোসেন (SWIFT code - BSONBDDH)
ডাচ বাংলা ব্যাংক (এলিফ্যান্ট রোড শাখা) অ্যাকাউন্ট নম্বর (১২৬১৫১৯১৯৭) মো. মিজানুর রহমান (SWIFT code - DBBLBDDH126)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (প্রধান শাখা) অ্যাকাউন্ট নম্বর (২২৩৯০) মো. শাওন হোসেন (SWIFT code - IBBLBDDH209)
বিকাশ নম্বর: ০১৭৮৬৪৩৩৮১৩ ও ০১৬৮২৪৯১৮৭২
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএ/এটি