ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
যবিপ্রবির সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী ২৮ অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ দিন থাকলেও তা বাড়িয়ে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।



যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) কাজী হায়াতুজ্জামান মুকুল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সংশিষ্ট বিভাগসমূহের (ফলাফল প্রকাশ সাপেক্ষে) গ্রাজুয়েটরা স্ব স্ব বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.just.edu.bd) থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।

প্রত্যেককে দুই কপি আবেদনপত্র, দুই কপি পাসপোর্ট  সাইজের সত্যায়িত ছবি, পরীক্ষার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সাময়িক সনদের (উত্তোলন করে থাকলে) মূল কপি ও রেজিস্ট্রেশন ফি বাবদ তিন হাজার টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডারের কপি জমা দিতে হবে।

আবেদনকারীর সঙ্গে অতিথি থাকলে অতিথির জন্য অতিরিক্ত পাঁচশ টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডারের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

সে গ্রাজুয়েটরা এরআগে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।