ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ ৩ বছর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ ৩ বছর

ঢাকা: ‘আজীবন’ থেকে কমিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ তিন বছর করা হয়েছে।
 
‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬’ সংশোধন করে সনদের মেয়াদ কমানো এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৪০।


 
বেসরকারি শিক্ষক নিয়োগের নতুন পদ্ধতির বিষয়ে গত ১৪ অক্টোবর সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় বিধিমালা সংশোধনের আদেশে জানানো হয়, উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে শিক্ষকের চাহিদা সংগ্রহ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপজেলা, জেলা এবং জাতীয়ভিত্তিক মেধাক্রম অনুসারে ফলের তালিকা প্রকাশ করা হবে।
 
নতুন ব্যবস্থায় শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা খর্ব করা হয়।
 
পরীক্ষা নেওয়ার ২০ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল (বিশেষ ক্ষেত্রে আরও ১০ দিন বেশী), লিখিত পরীক্ষার ফল ৪৫ দিন (বিশেষ ক্ষেত্রে আরও ১৫ দিন), মৌখিক পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

চূড়ান্ত ফল প্রকাশের সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের নিবন্ধন রেজিস্টার করবে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।