ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনপ্রতি লড়বেন ৪৩ জন ভর্তিচ্ছু।
ইতোমধ্যে পরীক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) নিজের একাউন্টে লগইন করে নির্ধারিত আসন দেখতে পাবেন।
পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবছর ১৬শ ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭১ হাজার ৩শ ৫০জন।
এদিকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
অন্যদিকে অসদুপায় প্রতিরোধে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএ/এএ