ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।



তিনটি ভিন্ন ভিন্ন শিফটে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩শ ৫৬টি আসনের বিপরীতে ১৮ হাজার ৮শ ৫২ জন ভর্তিচ্ছু আবেদন করেন। ছেলেদের ২০৩টি আসনের জন্য ২ হাজার ৩১ জন এবং মেয়েদের ১৫৩টি আসনের জন্য উত্তীর্ণ ১ হাজার ৫২০ জনের ফল প্রকাশ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী মোট আসন সংখ্যার বিপরীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। তবে প্রকৃত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এর থেকেও বেশি।

ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admissionresults) এ পাওয়া যাবে।

এছাড়া মোবাইল ফোনে JU<space> R <space> Roll No লিখে ৯৯৩৩ নম্বর এস এম এস পাঠালে ফলাফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।