জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ৫০টি আসনের বিপরীতে ১২ হাজার ৭৯১ জন ভর্তিচ্ছু আবেদন করে। ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। মোট আবেদনকারী ৬৬ ভাগ ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
আইআইটিতে ছেলেদের ২৭টি আসনের জন্য ২৭১ জন এবং মেয়েদের ২৩টি আসনের জন্য উত্তীর্ণ ২৩০ জনের ফল প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক কে এম আককাছ আলী।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admissionresults ) এ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএস/এসএইচ