ঢাকা: অষ্টম জাতীয় বেতন স্কেলে বিদ্যমান বৈষম্যের প্রতিবাদে করা অবস্থান কর্মসূচি থেকে দাবি বাস্তবায়নে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি নাসরীন বেগম।
রোববার (০১ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি নাসরীন বেগম এ ঘোষণা দেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ নভেম্বর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে দাবি আদায়ে সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রোববার ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
ইএস/এমআইকে/জেডএস