ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি নান্নু ,সম্পাদক নিজাম

জবি করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
জবি কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি নান্নু ,সম্পাদক নিজাম

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে আব্দুর রহমান নান্নু সভাপতি এবং নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত  হয়েছেন।

বুধবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আব্দুর রহমান নান্নু ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে এবং রেজিস্ট্রার দপ্তরের নিজাম উদ্দিন ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্বপন মিয়া ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ফিরোজ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের নাদিম দাস, সাংগঠনিক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ইব্রাহিম শেখ, অর্থ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের দোলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে প্রকৌশল দপ্তরের মনির হোসেন, প্রচার সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আল আমিন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে রসায়ন বিভাগের শ্যামল লাল বেগী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে উপাচার্য দপ্তরের বিপ্লব দাস, মহিলা বিষয়ক সম্পাদক পদে বিজনেস স্টাডিজ অনুষদের ফেরদৌসী বেগম নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে রেজিস্ট্রার দপ্তরের নাইট গার্ড আব্দুস সাত্তার, গণিত বিভাগের অরুণ চন্দ্র দাস, নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের জাহাঙ্গীর আলম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের রিপন মিয়া ও রেজিস্ট্রার দপ্তরের ক্লিনার সুকুমার রায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে ডেপুটি রেজিস্ট্রার জিয়াদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদাৎ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।