ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ব নেতৃত্বকে মানসম্পন্ন শিক্ষা কর্মসূচি গ্রহণে নাহিদের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বিশ্ব নেতৃত্বকে মানসম্পন্ন শিক্ষা কর্মসূচি গ্রহণে নাহিদের আহ্বান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: মানসম্পন্ন শিক্ষার প্রসারে বিস্তারিত কর্মসূচি গ্রহণের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (০৪ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ৩৮তম সভায় ভাষণে তিনি এ আহ্বান জানান।



শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ বলেন, সমাজের সব শ্রেণিকে সম্পৃক্ত করে মানসম্পন্ন শিক্ষার প্রসারে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করতে হবে। এজন্য তিনি ইউনেস্কো ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ভাষণে শিক্ষামন্ত্রী ইউনেস্কো সূচিত ‘সবার জন্য শিক্ষা, ‘জাতিতে জাতিতে সম্প্রীতির জন্য শিক্ষা’ ও  ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’কর্মসূচির সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, নারী-পুরুষ বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বেকারদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো, উগ্রবাদ মোকাবেলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ অধিবেশনে ইউনেস্কোর ১৯৫টি সদস্য দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন।

এর আগে শিক্ষামন্ত্রী ইউনেস্কো সাধারণ সভায় দুই ছরের জন্য সহ সভাপতি নির্বাচিত হন।

বাংলাদেশ ২০১৫-২০১৭ সময়কালে ইউনেস্কো সাধারণ পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করবে বলে বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী।
 
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমআইএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।