ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
শাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আসন বিন্যাস প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা।



আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এবারের পরীক্ষায় মোট ৪১ হাজার ২শ’ ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া এসএমএস’র মাধ্যমেও জানা যাবে।

শিক্ষার্থীরা যেকোনো মোবাইল ব্যবহার করে ১৬২২২ নম্বরে এসএমএস করে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন।

উদাহরণ: SUST>SPACE>SEATPLAN>SPACE>EXAMROLL লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং বিস্তারিত WWW.SUST.EDU এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।