বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ২ হাজার ৮শ’ ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষা হওয়ার পর শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
বোর্ডটির অধীনে ১৫৩টি কেন্দ্রে এক লাখ ৭ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৪ হাজার ৯ শত ৭২ জন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর বাংলানিউজকে জানান, বরিশাল জেলায় ৮২৯, ঝালকাঠি জেলায় ২৮২, পিরোজপুরে ২৪৩, পটুয়াখালীতে ৫১৮, বরগুনায় ৩৭৯ ও ভোলায় ৫৫১ জন পরীক্ষার্থী ছিলো।
ভোলার বোরহানউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে দুই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
টিআই