ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিরোনামহীনের কনসার্ট

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বঙ্গবন্ধু বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিরোনামহীনের কনসার্ট

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র‌্যাগ ডে উৎসব উপলক্ষে ব্যান্ড দল শিরোনামহীনের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বশেমুরবিপ্রবি’র প্রথম ব্যাচের এই র‍্যাগ উৎসব বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন উৎসবের উদ্বোধন করবেন। বিকেলে উপাচার্য প্রথম ব্যাচের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূলপর্ব। পরে আতশবাজি ও ফানুস ওড়ানো হয়।

রাত ১০ টায় ছিল অনুষ্ঠানের প্রধান আয়োজন। আকর্ষণের কেন্দ্রে থাকা শিরোনামহীন ব্যান্ডের গান পরিবেশিত হয় এ সময়।

অনুষ্ঠানের প্রচারণায় ছিল খান লাইব্রেরি, খান সিটি লাইব্রেরি ও ডিউ পিওর ড্রিকিং ওয়াটার। স্পন্সর করে অগ্রণী ব্যাংক বশেমুরবিপ্রবি শাখা, গুডলাক সাইন্টিফিক কোম্পানি।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।