ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সংগীত উৎসব মঙ্গলবার থেকে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ঢাবিতে সংগীত উৎসব মঙ্গলবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী সংগীত উৎসব শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল সাড়ে পাঁচটায়।


 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
 
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
উৎসবের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশের চলচ্চিত্রের গান’।
 
উৎসব থেকে চলচ্চিত্রের গানের গুনী গীতিকার ও সুরকারদের সম্মাননা দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন গাজী মাজাহারুল আনোয়ার, খান আতাউর রহমান, সত্য সাহা, শেখ সাদী খান, আলম খান, আলী হোসেন, আলাউদ্দিন আলী প্রমুখের মত কিংবদন্তী সুরকার ও গীতিকার।
 
অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত শিল্পী আগুন বাংলাদেশের চলচ্চিত্রের ১৯৫৬ থেকে ২০১০ সাল পর্যন্ত উল্লেখযোগ্য গান পরিবেশন করবেন।        
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬,২০১৫
এসএ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।