ঢাকা: রাজধানীর সরকারি স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ নভেম্বর। প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে স্কুলগুলোকে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে ৪০ শতাংশ এলাকা কোটা অনুসরণ করতে বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে।
টেলিটক মোবাইলে আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। ৩০ নভেম্বর রাত ১২টা ১মিনিট থেকে ১৩ ডিসেম্বর মধ্যরাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত এই আবেদন করা যাবে।
ভর্তির ক্ষেত্রে www.gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআইএইচ/এমজেএফ