ঢাকা: আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই এমবিবিএস পরীক্ষার ফল অবৈধভাবে শিক্ষার্থীদের জানানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ।
তাদের মধ্যে দু’জনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ও অন্য দু’জনকে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশ আটক করে।
আটকরা হলেন- ঢাবির সেকশন অফিসার রঞ্জিত রঞ্জন চৌধুরী, পিয়ন বিধান চন্দ্র মজুমদার এবং দুই নিরাপত্তা কর্মী শাহাদাত আলী ভুইয়া ও আবুল হোসেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ৫শ অথবা এক হাজার টাকার বিনিময়ে এ ধরনের কাজ করতেন তারা। ফল প্রকাশের আগে অর্থাৎ ট্যাবুলেশন শিটের প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের জানিয়ে দিতেন। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে একটি তাদের বিরুদ্ধে একটি প্রতারক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট: ০৭২৯ ঘণ্টা
জেডএফ/এসএস