ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক ও ইবতেদায়ি

সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

ঢাকা: এবার প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি।

৭ম বারের মতো ৩২ লাখের বেশি প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠেয় এ পরীক্ষায় ছাত্রের তুলনায় ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন বেশি ছাত্রী রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।



মন্ত্রণালয় আরও জানায়, আগামী ২২ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ শুরু হচ্ছে, শেষ হবে ২৯ নভেম্বর।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যগুলো জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৯৮ হাজার। গতবছর মোট পরীক্ষার্থী ছিলো ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন।
 
দেশের সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত সচিব ড. মো. মজিবুর রহমান হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।