ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে নির্বিঘ্নে চলছে পিএসসি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সিলেটে নির্বিঘ্নে চলছে পিএসসি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে নির্বিঘ্নে চলছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগের ৬শ’ ৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে।



প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা যুদ্ধে এবার সিলেটে আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা।  

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক তাহমিনা খানম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষা ঘণ্টা হলেও প্রতিবন্ধী শিশুদের জন্য ২০ মিনিট বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে।  

পরীক্ষা শুরুর পর থেকে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন উল্লেখ করে বলেন, পরীক্ষায় মোট ২ লাখ ৫৫ হাজার ৭০ জন শিশু শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। এদের প্রাথমিকে ২লাখ ৩৭ হাজার ২শ’ ৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮শ’ ০৭ জন। তবে পরীক্ষা শেষে অনুপস্থিতির সংখ্যা জানা যাবে।

তাছাড়া এবারই প্রথমবারের মতো প্রশ্নফাঁস রোধে ৮ সেট প্রশ্নে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম দিনে উভয় স্তরেই ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান উপ পরিচালক তাহমিনা খানম।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।