ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রলীগের সম্পাদকের ওপর ককটেল হামলা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
রাবি ছাত্রলীগের সম্পাদকের ওপর ককটেল হামলা

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের ওপর ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা শিবির ক্যাডার বলে দাবি করেছে ছাত্রলীগ।



রোববার(২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে এ ঘটনা ঘটে। হামলায় ইটের আঘাতে আহত হয়েছেন বিপ্লব।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চারজন নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে অবস্থান করছিলেন বিপ্লব। এসময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিপ্লবকে লক্ষ্য করে ইটও ছোড়া হয়। দুর্বৃত্তরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কাজলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা প্রথমে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কাজলা মোড়ে আসে। পরে তারা দক্ষিণ দিকে রাস্তায় গিয়ে হঠাৎ দুটি ককটেল ফাটায়। এরপর ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেয় তারা। আমরা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

বিপ্লবের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, ‘২০-২৫ জন শিবির ক্যাডার এ হামলা চালিয়েছে। ইটের আঘাতে খালিদ হাসান বিপ্লব আহত হয়েছেন। তাকে চিকিৎসা দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

খালিদ হাসান বিপ্লব বাংলানিউজকে বলেন,‘আমি ছাত্রলীগের হল শাখা সম্মেলনে শিবিরবিরোধী বক্তব্য দিয়েছিলাম। তাই আমার ওপর শিবির হামলা করেছে। হামলার সময় গেটে থাকা পুলিশের কাছে সহযোগিতা চাইলেও তারা তাৎক্ষণিক অ্যাকশনে যায়নি। ’

রোববার বিকেলে রাবি ছাত্রলীগের হল শাখা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিদ হাসান বিপ্লব। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেছিলেন, ‘ছাত্রলীগের মধ্যে জামায়াত-শিবিরের এজেন্ট ঘাপটি মেরে বসে আছে। এই এজেন্টদের প্রতিহত করতে হবে। ছাত্রলীগকে দালালিমুক্ত করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।