ঢাকা: ৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ফরিদা ইয়াসমিন।
৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ
সংশ্লিষ্ট নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মেধাক্রম অনুসারে ফল প্রকাশ না করে রোল নম্বর অনুসারে ফল প্রকাশ করার অভিযোগ এনে চৌধুরী জাফর শরীফ নামে এক ব্যক্তি এ রিট দায়ের করেন।
গত ৩০ আগস্ট রাতে পিএসসির ওয়েবসাইটে ৩৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়ে। ওই ফলাফলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ইএস/এএসআর