ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল বাতিল কেন নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল বাতিল কেন নয়

ঢাকা: ৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ফরিদা ইয়াসমিন।

৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ
সংশ্লিষ্ট নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
মেধাক্রম অনুসারে ফল প্রকাশ না করে রোল নম্বর অনুসারে ফল প্রকাশ করার অভিযোগ এনে চৌধুরী জাফর শরীফ নামে এক ব্যক্তি এ রিট দায়ের করেন।
 
গত ৩০ আগস্ট রাতে পিএসসির ওয়েবসাইটে ৩৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়ে। ওই ফলাফলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।