বরিশাল: বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে ক্যাম্পাসের সৃষ্ট পরিস্থিতি খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ ড. ভাস্কর সাহার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ সদস্যের এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে।
এদিকে দুপুর ১টার দিকে কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হামলার শিকার হয়েছেন পদ বঞ্চিত গ্রুপের এক কর্মী। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত কর্মীকে উদ্ধার ও আশিকুর রহমান এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেল আটক করেছে।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) শামীম এ তথ্য জানান।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ছাত্ররা দুই হোস্টেলে অবস্থান নিয়ে আছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫/আপডেট:১৪০০
আরএ