ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কুবির জনসংযোগ কর্মকর্তা মো.  এমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, প্রবেশপত্র  সংগ্রহ করতে নির্ধারিত ওয়েবসাইটে (http://cou.teletalk.com.bd) আবেদনের সময় শিক্ষার্থীকে দেওয়া ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। পরে এক কপি পাসপোর্ট সাইজের (৩০০*৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) রঙিন ছবি ও স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে পরীক্ষার পূর্ব পর্যন্ত।

কুবিতে এবার ৪ ডিসেম্বর এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষার এবং  ৫ ডিসেম্বর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি শিক্ষাবর্ষে কুবির ১৯টি বিভাগে ১ হাজার ১০টি আসনের জন্য  ৪৪ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী  আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।