টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স কোর্সের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে ৫ পরীক্ষার্থীকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদের মধ্যে জামালপুরের ইসলামপুর গ্রামের নাফিজা তাসমিমকে ১০ হাজার টাকা, নাহিদ হাসান সুজনকে ১ লাখ, বগুড়ার মাইনউদ্দিন কবীরকে ১ লাখ, পাবনার আব্দুল্লাহ আল মামুন ১ লাখ ও একই জেলার আব্দুল ওয়াদুদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিয়াজউদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল
করছিলেন। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ছাত্রীকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকিরা পুলিশ হেফাজতে রয়েছে। জরিমানা টাকা শোধ করলেই তাদের ছেড়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন জানিয়েছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ টাঙ্গাইল জেলা প্রশাসন কাজ করছে।
শুক্রবার ছিল বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স)কোর্সের ভর্তি পরীক্ষা।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/