ঢাকা: কবি জীবনানন্দ দাশের ৬১তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
বিশ্ববিদ্যালয়টির ইংরেজী বিভাগ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রূপনগর স্থায়ী ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করে।
এতে শিক্ষক ও শিক্ষার্থীরা কবির জীবনালেখ্য ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, প্রবন্ধপাঠ এবং তার লেখা কবিতা আবৃত্তি করেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কলা ও মানবিক এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক। প্রবন্ধের মূল উপজীব্য ছিল প্রাচ্যের কবি জীবনানন্দ ও পশ্চিমা কবি জন কিটস এর সাহিত্যকর্ম নিয়ে তুলনামূলক আলোচনা।
এছাড়াও ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. মো. মহসিন রেজা “বনলতা সেন কবিতায় অধিবিদ্যাগত উপাদান” এবং সহকারী অধ্যাপক মুশফিকা দীবার “জীবনানন্দের কবিতায় নারী” বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি কবির লেখা বনলতা সেন, আট বছর আগে একদিন, তিমির হননের গান, আবার আসিব ফিরে ইত্যাদি কবিতা আবৃত্তি করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আমানী খন্দকার।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) রাশেদ আলম রায়হান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এটি