ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশি গবেষক পাচ্ছেন পিএএফ পুরস্কার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, নভেম্বর ২৯, ২০১৫
বাংলাদেশি গবেষক পাচ্ছেন পিএএফ পুরস্কার

বাকৃবি (ময়মনসিংহ): ভারতের পিল্লাই অ্যাকোয়াকালচার ফাউন্ডেশন (পিএএফ) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) সাবেক মহাপরিচালক ড. এম এ মজিদ।  
 
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় মৎস্যচাষ ও মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।


  
রোববার (২৯ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৮ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে শুরু হবে সামাজিক উদ্যোক্তা তৈরি বিষয়ক তৃতীয় পিএএফ সম্মেলন।   
  
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় মৎস্যচাষ ও মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ড. মজিদকে পুরস্কৃত করা হবে।   
  
ড. মজিদ ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএফআরআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তার তত্ত্বাবধান ও নেতৃত্বে প্রায় ৪০টি মৎস্য বিষয়ক প্রযুক্তি উদ্ভাবিত হয়।   
  
এছাড়া, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  
  
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫     
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।