ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ২ শিফটে ভর্তি পরীক্ষা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বাকৃবিতে ২ শিফটে ভর্তি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা এবার দুই শিফটে অনুষ্ঠিত হবে। সব আবেদনকারীই এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।



সোমবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির আহ্বায়ক ও ডিন কাউন্সিলের প্রধান অধ্যাপক ড. এস ডি চৌধুরী, বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আশরাফ এবং প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ১২০০ আসনের বিপরীতে আগামী ৫ ডিসেম্বর (শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা সংকুলান না হওয়ায় দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। এদিন সকাল ১০টায় ও দুপুর ১২টায় এক ঘণ্টা করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।