ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে এমএস ও পিএইচডিতে ভর্তির আবেদন মঙ্গলবার থেকে

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
শেকৃবিতে এমএস ও পিএইচডিতে ভর্তির আবেদন মঙ্গলবার থেকে

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এমএস, এমবিএ (অ্যাগ্রিবিজনেস) ও পিএইচডি কোর্সে (জানুয়ারি-জুন ২০১৫ সেমিস্টার) ভর্তির আবেদন ফরম মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে বিতরণ শুরু হচ্ছে।

পূরণকৃত আবেদন ফরম ১০ ডিসেম্বরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে।



বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মেধা ও বিষয় পছন্দের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ১৭ ডিসেম্বর সংশ্লিষ্ট সকল বিভাগীয় চেয়ারম্যান ও ডিন, পোস্ট গ্র্যাজুয়েট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের ২১ এবং ২২ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুরা ডিন ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এমএস আবেদন ফরম পাঁচশ‘ টাকা এবং পিএইচডি আবেদন ফরম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।