ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

৯২ শিক্ষার্থীকে উপাচার্য সম্মাননা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
৯২ শিক্ষার্থীকে উপাচার্য সম্মাননা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯২ শিক্ষার্থীকে উপাচার্য সম্মাননা দিয়েছে বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) এ সম্মাননা সনদ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব মঙ্গলবার ৯২ কৃতি শিক্ষার্থীর মাঝে এ সনদ বিতরণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মর্তুজা আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক কাশিনাথ রায়, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ‍

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ান আমানা সুলতানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৮০ ও কলা অনুষদ থেকে ৩ দশমিক ৭০ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের প্রতি সেমিস্টারে উপাচার্য সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।