ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবিতে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
খুবিতে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের উদ্যোগে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবন ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ট্রেজারার খান আতিয়ার রহমান ও বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনিরুল আলম সরকার এবং প্রফেসর ড. মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

সংক্ষিপ্ত বক্তব্যে খান আতিয়ার রহমান বলেন, মানব জীবনই একটি হিসাব। তাই গণিত এমন একটি বিষয় যে, পরিবার থেকে শুরু করে জীবনের সবক্ষেত্রে গণিতের প্রয়োজন রয়েছে।

এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, স্কুল কলেজের গণিত বিষয়ের শতাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে গণিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা,  ডিসেম্বর ০৪, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।