ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১১

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: ভর্তিচ্ছুদের স্বাগত জানানোকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ উভয় গ্রুপের অন্তত ১১জন নেতাকর্মী আহত হয়েছেন।



আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের পার্শ্ববর্তী কোটবাড়ীর টিচার্স ট্রেনিং কলেজের (বিএড কলেজ) সামনে ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী। একই সময় কোটবাড়ীর চাঙ্গীনী এলাকা থেকে মিছিল নিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানাতে আসে শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ।

এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

পরে সম্পাদক গ্রুপের এক কর্মীকে সভাপতি গ্রুপ আটকে রাখে। শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য ও সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা আটক হওয়া শিক্ষার্থীকে উদ্ধার করতে যাওয়ার পর উভয় গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, কাজী নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক সজন বিশ্বাস, কলা অনুষদের সভাপতি মাহমুদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ জিসানসহ সভাপতি গ্রুপের চার নেতাকর্মী।

কিন্তু সভাপতি গ্রুপের আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলী আশরাফ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনাকে কেন্দ্র করে সম্পাদক গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজী নজরুল ইসলাম হলের অফিস কক্ষসহ সভাপতির রুম ভাঙচুর করে।

এ ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছেন। সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমার চারজন কর্মী আহত হয়েছে। ’

সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ছাত্রলীগ করতে হলে ছাত্র হতে হবে। কিন্তু আলিফ বহিরাগতদের নিয়ে আমার সমর্থকদের উপর হামলা করেছে। আমাদের ছয়জন নেতাকর্মী আহত হয়েছে, আমরা এর বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘ভর্তি হওয়া পরীক্ষার্থীদের স্বাগত জানাতে কোটবাড়ী সড়কে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়। এ সময়  উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ