ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ১

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
কুবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ১

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন জহির রায়হান নামে এক শিক্ষার্থী।

শনিবার (৫ ডিসেম্বর) সি ইউনিটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে সি ইউনিটের পরীক্ষার সময় নগরীর ফয়জুন্নেসা স্কুলকেন্দ্র থেকে প্রক্সি দিতে আসা জহির রায়হানকে আটক করা হয়। তিনি প্রথমে নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলেও পরে অন্য একটি কলেজে পড়েন বলে দাবি করেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুবির সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা বাংলানিউজকে বলেন, পরীক্ষায় জালিয়াতির দায়ে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।