ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ছাত্রী নির্যাতন

বরগুনায় অভিযুক্ত সেই শিক্ষক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, ডিসেম্বর ৫, ২০১৫
বরগুনায় অভিযুক্ত সেই শিক্ষক কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় কোচিং সেন্টারে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে আটক কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নোমান মইনবুদ্দিন তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।



এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে বাদলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বরগুনা সদর থানা থেকে আদালতে আনা হয়।

আহত শিক্ষার্থী মালিহার বাবা জামাল সিকদার বাংলানিউজকে বলেন, মালিহার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

এ ঘটনায় বিকেলে সদর থানায় তিনি মামলা করবেন বলে জানান।

** অভিযুক্ত কোচিং সেন্টারের পরিচালক বাদল আটক
** অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, কোচিং সেন্টার বন্ধ

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।