ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবিতে নারী অধিকার বিষয়ক নাটক মঞ্চস্থ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, ডিসেম্বর ৮, ২০১৫
জাবিতে নারী অধিকার বিষয়ক নাটক মঞ্চস্থ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী অধিকার বিষয়ক নাটক ‘সাত’ মঞ্চস্থ হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়টির জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নাটকটি মঞ্চায়ন হয়।



নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাবির যৌন নিপীড়িনবিরোধী সেলের প্রধান অধ্যাপক ড. রাশেদা আখতারের নেতৃত্বে একটি প্রচারাভিযান দল নাটকটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বিভিন্ন দেশের সাত নারীর ঘুরে দাঁড়ানোকে নিয়ে নাটকটির গল্প সাজানো। রাশিয়া, আফগানিস্তান, সার্বিয়া ও তুরষ্কসহ ৩২টি দেশে ২৬টি ভাষায় ১৫০ বার নাটকটি মঞ্চস্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।