ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ২০ ডিসেম্বর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ২০ ডিসেম্বর

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিপোর্টিং ও সাবজেক্ট চয়েস। ২১ ও ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি ফি প্রদান। কোটাভুক্ত উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি ২৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এছাড়াও ভর্তি ফি প্রদান দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ ও ভর্তি ফি ২৮ ডিসেম্বর জমা নেওয়া হবে।

এছাড়া ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।