ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ জানুয়ারি

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, ডিসেম্বর ২৪, ২০১৫
বশেমুরবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ জানুয়ারি

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ০৩ জানুয়ারি থেকে।     

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বশেমুরবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বিষয়টি জানান।


 
তিনি আরও জানান, নতুন বছরের ০৩ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ও ০১ জানুয়ারি নতুন শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে।

বশেমুরবিপ্রবিতে এবার সাতটি অনুষদের ২০টি বিভাগে এক হাজার ৪শ ৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।