ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সিন্ডিকেটের অভিনন্দন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ২৭, ২০১৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সিন্ডিকেটের অভিনন্দন ড. এ কে এম নূর-উন-নবী

ঢাকা: দেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ‘রোকেয়া স্মৃতি পদক ২০১৫’ এবং ‘মহীয়সী বেগম রোকেয়া স্মৃতি শিক্ষা পদক ২০১৫’ পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী অভিনন্দন জানিয়েছে সিন্ডিকেট সদস্যরা।

রোববার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরপর দু’টি পদক অর্জন করায় সিন্ডিকেটের ৪৭তম সভায় শনিবার তাকে অভিনন্দন জানানো হয়।



এর আগে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে ‘রোকেয়া স্মৃতি পদক ২০১৫’ এবং রংপুর রিপোর্টার্স ক্লাব এর পক্ষ থেকে ‘মহীয়সী বেগম রোকেয়া স্মৃতি শিক্ষা পদক ২০১৫’ দেওয়া হয় ড. এ কে এম নূর-উন-নবীকে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।