ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুজিব, সম্পাদক মুর্শেদ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, ডিসেম্বর ২৮, ২০১৫
শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুজিব, সম্পাদক মুর্শেদ

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত অফিসারদের সংগঠন শাবি অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১৬ সম্পন্ন হয়েছে।

সোমবার (ডিসেম্বর ২৮) দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান(১০১), তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল ইসলাম চৌধুরীকে(৯২) পরাজিত করেন।



সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান নির্বাচন কমিশনার মো. মাহবুব হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুর্শেদ আহমদ(১০৭)। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজিম উদ্দীনকে(৮৭) পরাজিত করেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহমদ মাহবুব ফেরদৌসি, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাহীন আহমেদ চৌধুরী।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নঈমুল হক চৌধুরী, সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, নূরজাহান ফাতেমা, মখলিছুর রহমান, আ ন ম জয়নাল আবেদীন এবং সৈয়দ হাবিবুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।