ঢাকা: সাত শিক্ষাবোর্ডে পাসের বিবেচনায় প্রায় সব বিষয়েই পাসের হার ৯৯ শতাংশের ওপর। এর মধ্যেও রাজশাহী বোর্ডের কিশোরেরা শারীরিক শিক্ষায় পাসের হারে প্রায় শতভাগ ছুঁই ছুঁই।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজশাহী বোর্ডে শারীরিক শিক্ষা বিষয়ে পাসের হার ৯৯.৯৩ শতাংশ। এ বিষয়ে সব বোর্ডেই পাসের হার ভালো। ঢাকা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৯.১২ শতাংশ।
অন্যদিকে ইংরেজিতে ভালো করতে পারেনি চট্টগ্রামের শিক্ষার্থীরা। পাসের হার ৯১.৪৭ শতাংশ। এ বিষয়ে সবচেয়ে ভালো করেছে যশোর বোর্ড। পাসের হার ৯৬.৩৫ শতাংশ।
বাংলায় সবচেয়ে ভালো করেছে কুমিল্লা বোর্ড। পাসের হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ। বরিশালে বাংলায় পাসের হার কিছুটা খারাপ, ৯৭.১৮ শতাংশ।
অংকে ঈর্ষণীয় সাফল্য রাজশাহীর শিক্ষার্থীদের, ৯৯.২২ শতাংশ। তবে চট্টগ্রামের শিক্ষার্থীরা এখানেও হোঁচট খেয়েছে। পাসের হার অন্যদের তুলনায় কম, ৯৩.৭৭ শতাংশ।
অংকের মতোই সাধারণ বিজ্ঞানে সবচেয়ে ভালো করেছে রাজশাহীর শিক্ষার্থীরা। পাসের হার ৯৯.৯৩ শতাংশ। সিলেটের শিক্ষার্থীদের পাসের হার কিছুটা কম, ৯৮.৫৭ শতাংশ।
বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজেও রাজশাহীর সাফল্য ধারাবাহিক। পাসের হার ৯৯.৯৮ শতাংশ। তবে বরিশাল বিভাগ এ বিষয়ে পাসের হারে পিছিয়ে পড়েছে। ৯৭.২২ শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে উত্তীর্ণ হয়েছে।
আর্ট অ্যান্ড ক্রাফটেও খারাপের ধারাবাহিকতা বরিশালের। পাসের হার ৯৭.২০। অন্যদিকে রাজশাহী বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৯.৯৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএন/এএ